Listen to the sound clip আদালত সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছিল 2021 সালে জুন মাসে ৷ নাবালিকাকে নির্জন এলাকায় নিয়ে গিয়ে ধর্ষণ ও ওড়না দিয়ে খুনের চেষ্টা করে ওই আসামী । পরে নাবালিকাকে ড্রেনে ফেলে স্ল্যাব চাপা দিয়ে পালিয়ে যায় । ঘটনার দুদিন পরে মেয়েটির জ্ঞান ফেরে ৷ স্থানীয় এক ব্যক্তি সেখান দিয়ে যাওয়ার সময় তার আওয়াজ শুনতে পায় ৷ এরপর ওই নাবালিকাকে উদ্ধার করা হয় । তাকে হাসপাতালে গুরুতর জখম অবস্থায় ভর্তি কর হয় । পরে পরিবার ও নাবালিকার অভিযোগের ভিত্তিতে ভদ্রেশ্বর থানার পুলিশ পার্থ ওরফে ঘণ্টাকে গ্রেফতার করে । from Tanishaa (Bengali India) TTS Computer AI Voice:
আদালত সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছিল 2021 সালে জুন মাসে ৷ নাবালিকাকে নির্জন এলাকায় নিয়ে গিয়ে ধর্ষণ ও ওড়না দিয়ে খুনের চেষ্টা করে ওই আসামী । পরে নাবালিকাকে ড্রেনে ফেলে স্ল্যাব চাপা দিয়ে পালিয়ে যায় । ঘটনার দুদিন পরে মেয়েটির জ্ঞান ফেরে ৷ স্থানীয় এক ব্যক্তি সেখান দিয়ে যাওয়ার সময় তার আওয়াজ শুনতে পায় ৷ এরপর ওই নাবালিকাকে উদ্ধার করা হয় । তাকে হাসপাতালে গুরুতর জখম অবস্থায় ভর্তি কর হয় । পরে পরিবার ও নাবালিকার অভিযোগের ভিত্তিতে ভদ্রেশ্বর থানার পুলিশ পার্থ ওরফে ঘণ্টাকে গ্রেফতার করে ।
Go to the full soundboard
with more sound clips
Search