Listen to the sound clip হাওড়া স্টেশনের কাছে বেনারস রোডের উপরে তৈরি হচ্ছে নতুন ওভার ব্রিজ ওভার ব্রিজ৷ নির্মীয়মাণ এই রেল ওভারব্রিজের কাজের জন্যই আগামী ২১ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত একগুচ্ছ ট্রেনের চলাচল নিয়ন্ত্রণ করা হবে৷ বেশ কিছু লোকাল ট্রেন বাতিল করার পাশাপাশি রুট বদল করা হবে কিছু ট্রেনের৷ এর মধ্যে বেশ কিছু এক্সপ্রেস ট্রেনও রয়েছে৷ অনেক ট্রেনই নির্দিষ্ট সময়ের থেকে দেরিতে চলবে বলেও জানিয়েছে রেল দফতর৷ from Tanishaa (Bengali India) TTS Computer AI Voice:
হাওড়া স্টেশনের কাছে বেনারস রোডের উপরে তৈরি হচ্ছে নতুন ওভার ব্রিজ ওভার ব্রিজ৷ নির্মীয়মাণ এই রেল ওভারব্রিজের কাজের জন্যই আগামী ২১ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত একগুচ্ছ ট্রেনের চলাচল নিয়ন্ত্রণ করা হবে৷ বেশ কিছু লোকাল ট্রেন বাতিল করার পাশাপাশি রুট বদল করা হবে কিছু ট্রেনের৷ এর মধ্যে বেশ কিছু এক্সপ্রেস ট্রেনও রয়েছে৷ অনেক ট্রেনই নির্দিষ্ট সময়ের থেকে দেরিতে চলবে বলেও জানিয়েছে রেল দফতর৷
Go to the full soundboard
with more sound clips
Search